ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

দিল্লি থেকে বাংলাদেশের জন্য সুখবর

২০২৫ ফেব্রুয়ারি ২১ ২৩:০২:১২
দিল্লি থেকে বাংলাদেশের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে অস্বস্তি সৃষ্টি হওয়ার পর গত বছরের ৮ আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। প্রায় সাত মাস পার হলেও দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েন এখনও বন্ধ হয়নি।

সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরপরই দিল্লি থেকে ঢাকায় সুখবর আসে—রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো (নিয়োগের প্রস্তাব) গ্রহণ করেছে ভারত এবং তিনি বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

ভারতের জরিমানার কবলে বিবিসি ওয়ার্ল্ড

রিয়াজ হামিদুল্লাহ সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। এই পদে তার নিয়োগের খবরে কূটনৈতিক মহলে গতি এসেছে এবং আশা করা হচ্ছে, তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে সৃষ্ট অস্বস্তি কাটাতে সক্ষম হবেন।

বহুপাক্ষিক অর্থনীতি ও কানেক্টিভিটিতে ভালো দখল থাকা রিয়াজ হামিদুল্লাহ এর আগে ভারতে পড়াশোনা করেছেন এবং কূটনীতিক হিসেবে কাজও করেছেন। ফলে তিনি ভারতের চিন্তা-ভাবনা ভালোভাবে জানেন।

গত বছর নভেম্বরে বাংলাদেশ সরকার রিয়াজ হামিদুল্লাহর জন্য ভারতের কাছে এগ্রিমো পাঠায় এবং ভারত সরকারের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকার জন্য আর কোনো বাধা নেই দূত পাঠাতে। আগামী দিনগুলোর মধ্যে নতুন দূতের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে