ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আরও এক সচিব বাধ্যতামূলক অবসরে

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৬:৩২:১৭
আরও এক সচিব বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক নতুন প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

এ প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, তপন কুমার বিশ্বাসের চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার অধীনে সরকার জনস্বার্থে তাকে অবসর প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

এতে আরও জানানো হয় যে, তপন কুমার বিশ্বাস অবসরজনিত সুবিধাদি পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই পদক্ষেপের মাধ্যমে সরকারের পক্ষ থেকে জনস্বার্থে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাজে আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা যায়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে