ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

অবশেষে ভুয়া নির্বাচনের কারিগরদের শায়েস্তা!

২০২৫ ফেব্রুয়ারি ২০ ২২:০৯:৪৪
অবশেষে ভুয়া নির্বাচনের কারিগরদের শায়েস্তা!

নিজস্ব প্রতিবেদক: ভুয়া ভোট, রাতের ভোট এবং ডামি ভোট হিসেবে পরিচিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে। এর আগে আরও ৪৩ কর্মকর্তাকে ওএসডি (অফিসার্স অন স্পেশাল ডিউটি) করা হয়েছে এবং ১২ জন কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

এছাড়া, দুই সচিব ও এক অতিরিক্ত সচিবকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জুলাই-আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

আজ বৃহস্পতিবার পৃথক এক প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

অপর এক প্রজ্ঞাপনে যুগ্ম-সচিব ধনঞ্জয় কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ তিনি অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা চালিয়েছেন।

জুলাই-আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান এবং অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে তৎপরতার অভিযোগে এ পর্যন্ত ৭৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মুখলেস উর রহমান অবশ্য জানিয়েছেন, এটি একটি চলমান প্রক্রিয়া। এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাশরুর/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে