ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ফার্স্ট সিকিউরিটির এমডির আত্মীয়দের ঋণ: ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদন ফাঁস

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১২:২৫:২৯
ফার্স্ট সিকিউরিটির এমডির আত্মীয়দের ঋণ: ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদন ফাঁস

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়দের কোটি কোটি টাকার ঋণ দিয়েছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এসব ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যাংকিং নিয়মনীতি মানা হয়নি এবং ঋণের জন্য যথাযথ জামানতও রাখা হয়নি। বর্তমানে এসব ঋণ খেলাপির খাতায় রয়েছে।

ফার্স্ট সিকিউরিটির দিলকুশা শাখার গ্রাহক মডার্ন ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড, যার কর্ণধার এমডি ওয়াসেক মোহাম্মদ আলীর ভাই, বর্তমানে ১১ কোটি ২৩ লাখ টাকা ঋণ স্থিতি রয়েছে। ঋণের কিস্তি পরিশোধ করা হয়নি এবং ঋণ পরিশোধের সময়সীমাও পার হয়ে গেছে। আলী প্রোপার্টিজ লিমিটেড, যার মালিক এমডি ওয়াসেক মোহাম্মদ আলীর চাচাতো ভাই, ব্যাংক থেকে ৩ কোটি ১৮ লাখ টাকা ঋণ নিয়েছিল এবং বর্তমানে সেটি খেলাপি। ঋণ আদায়ে কোন আইনি পদক্ষেপও নেওয়া হয়নি। বাসস্থান ডেভেলপমেন্ট লিমিটেড, ওয়াসেকের আরেক চাচাতো ভাইয়ের প্রতিষ্ঠান, ৪ কোটি ৫০ লাখ টাকা ঋণ পেয়েছিল এবং জামানত অবমুক্ত করায় ঋণটি এখন খেলাপি।

এছাড়া, এস আলমের কাগুজে প্রতিষ্ঠান মেসার্স টাইমস সিকিউরিটিস লিমিটেড-কে ৪০ কোটি টাকা বেশি ঋণ দেওয়া হয়েছিল, যার কিস্তি পরিশোধ হয়নি এবং ৩৯ কোটি টাকা সুদ মওকুফ করা হয়েছে। বর্তমানে ঋণের স্থিতি ৮২ কোটি টাকা।

হাবিব হোটেল ইন্টারন্যাশনাল-কে ৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল, যা পরে ১০০ কোটি টাকায় পরিণত হয়। ঋণটি খেলাপি হয়ে ১৭৭ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে, ছুটিতে থাকা ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী কোনও সাড়া দেননি।

ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, অডিট কার্যক্রম চলছে এবং এখানে অনেক অনিয়মের তথ্য বেরিয়ে আসছে। তিনি আরও বলেন, “এটি শুধু একক ব্যক্তির নয়, সবাই জড়িত এবং সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এটি ব্যাংকিং শৃঙ্খলা ও স্বচ্ছতার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে