ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৩:৫৫:৫১
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে যে, তাদের নতুন ডিজাইনে ছাপানো নোটে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। আগামী এপ্রিলের শেষভাগে বা মে মাসের প্রথমার্ধে নতুন ডিজাইনের নোট বাজারে আসবে, এবং এটি ঈদুল আজহায় বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই নতুন নোটের ডিজাইন চলছে, যা বর্তমান গভর্নরের স্বাক্ষরে ছাপানো হবে। তবে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। এই নোটগুলো আগেই ছাপানো হয়েছে, তাই এতে বঙ্গবন্ধুর ছবি এবং গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই থাকবে।

আরিফ হোসেন খান আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে প্রচুর পরিমাণে পুরনো নোট মজুদ রয়েছে, তাই অর্থের অপচয় রোধ করতে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল, যার মধ্যে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট ডিজাইন পরিবর্তন করা হবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে