ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মুজিবের ছবি থাকবে, তবে নতুন নোটের ডিজাইন আসছে

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ২০:৫৫:০৩
মুজিবের ছবি থাকবে, তবে নতুন নোটের ডিজাইন আসছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ নতুন নোট বাজারে ছাড়বে, যেখানে ৫, ২০ ও ৫০ টাকার নোটে থাকবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি। তবে অন্যান্য নোট যেমন ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট, আগের ডিজাইনে বাজারে আসবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে নতুন নোট ছাপানো হবে না, বরং পূর্বে ছাপানো নোটগুলোই বাজারে ছাড়া হবে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, এতে বিপুল পরিমাণ অর্থের অপচয় এড়ানো যাবে, কারণ বর্তমানে তাদের হাতে বিপুল পরিমাণে ছাপানো নোট রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, "এই নোটগুলো বাতিল করলে বড় ধরনের অপচয় হবে। তাই আমাদের পরিকল্পনা হলো, পূর্বের ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে।" তবে, এপ্রিল-মে নাগাদ নতুন ডিজাইনে ছাপানো নোট বাজারে আসবে, যেখানে শেখ মুজিবের ছবির পরিবর্তে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য, এবং ৭১-এর মুক্তিযুদ্ধের দৃশ্য বা গ্রাফিতি থাকবে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কাছে শেখ মুজিবের ছবিযুক্ত প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে। এই নোটগুলো পর্যায়ক্রমে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে