ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

চার ‘জেড. গ্রুপের শেয়ারে বড় ঝড়

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২০:৫৫:০৭
চার ‘জেড. গ্রুপের শেয়ারে বড় ঝড়

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিককালে শেয়ারবাজারে ‘জেড’ গ্রুপের শেয়ারের প্রতি এক শ্রেণির বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। যার ফলে ‘জেড’ গ্রুপের শেয়ারের দাম ও লেনদেনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তবে এসব শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ। তারপরও এসব দুর্বল মৌলের শেয়ার গত সপ্তাহ পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

বিনিয়োগকারীরা বলছেন, শেয়ারের ধরণ যাই হোক, এসব শেয়ারের দাম বাড়াতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা কিছুটা হলে ক্ষতির পরিমাণ পুষিয়ে নিয়ে পেরেছেন।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ‘জেড’ গ্রুপের চার শেয়ারে বিপরীত দৃশ্য দেখা গেছে। কোম্পানগুলোর শেয়ার এদিন শেষবেলায় ক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। এসব শেয়ারের বিক্রেতা থাকলেও ক্রেতাদের খোঁজ মিলেনি।

কোম্পানিগুলো হলো-নিউলাইন ক্লথিং, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অ্যাপেলো ইস্পাত ও নূরানী ডাইং ও স্যুয়েটার লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে এদিন সর্বোচ্চ লেনদেন হয়েছে নিউলাইন ক্লথিংয়ের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬ লাখ ৫০ হাজার ৫৬৩টি।

লেনদেনে এরপর রয়েছে খুলনা প্রিন্টিংয়ের ২৫ লাখ ৬৯ হাজার ৪৭৩টি, অ্যাপেলো ইস্পাতের ১৯ লাখ ৩০ হাজার ৬৮টি এবং নূরানী ডাইংয়ের ৫ লাখ ২৪ হাজার ৬৩৫টি।

এদিন নিউলাইন ক্লথিংয়ের দাম কমেছে ৯.৯২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৪৫ শতাংশ, অ্যাপেলো ইস্পাতের ৮.৫১ শতাংশ এবং নূরানী ডাইংয়ের ৮.৩৩ শতাংশ। সবগুলো কোম্পানি দাম কমেছে একদিনে যতোটা দাম কমা যায়, ততোটা।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে