ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

যে কারণে হাসিনা এখন কলকাতার হাসির খোরাক

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৫:২২:৩৮
যে কারণে হাসিনা এখন কলকাতার হাসির খোরাক

নিজস্ব প্রতিবেদক: কলকাতায় এখন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন নিয়ে তীব্র সমালোচনা চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আয়োজিত একটি আলোচনা সভায় বাংলাদেশ বিষয়ক আলোচনায় বিশিষ্ট সাংবাদিক অর্ক দেব শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "মোদি, হাসিনা, আদানি—এই ত্রয়ী যেভাবে দক্ষিণ এশিয়াকে শোষণ করতে চেয়েছিল, তা আরও পরিষ্কার হয়ে ওঠে আজকের আলোচনায়।"

অর্ক দেব মন্তব্য করেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের আদানি গ্রুপের যে চুক্তি হয়েছে, তার পিছনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতার কথা তুলে ধরেন। তাঁর মতে, এই চুক্তি ভারতের করপোরেট স্বার্থে সহায়ক হলেও, বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর।

তিনি আরও জানান, কলকাতার অনেক বুদ্ধিজীবী এখন বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষে অবিচল থাকলেও, কিছু মিডিয়া ও সংগঠন বাংলাদেশের বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। অর্ক দেব বলেন, "বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা এখন অনেকেই কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। তাদের ভবিষ্যত পথ হবে—টালিগঞ্জ, নদিয়া জেলা, সিপিএম ও বিজেপি সমর্থিত আওয়ামী লীগ, এমন নানা বিভাজনে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা।"

অর্ক দেব বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন, "বাংলাদেশে এখন স্বাধীনতার মুল মানে হচ্ছে মারের ভয় থেকে মুক্তি। তবে, এই মুক্তি সাময়িক। রিকশাওয়ালাদের মত সাধারণ মানুষও জানে যে, কোথায় আওয়ামী লীগের অফিস রয়েছে, যেখানে একটু শান্তি পাওয়া যায়।"

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সমাজে অত্যাচার, হেফাজতে মৃত্যু, গণপিটুনি, কৃষক-স্মৃতির ভাঙা, এসব সমস্যা রয়ে গেছে। অর্ক দেব আরও বলেন, "আমি এমন কথা বলতে চাই না, যেন তা আড়াল করা হয়, কিন্তু শুভ শক্তির একত্রিত হওয়ার সময় এসেছে। রাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, তেমনি জনগণেরও জোট বাঁধতে হবে।"

কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ শেখ হাসিনার শাসনকে অবৈধ, স্বৈরাচারী বলে মনে করছেন। যদিও তাদের এসব মন্তব্য ভারতের প্রধানধারা মিডিয়াতে প্রচার পাচ্ছে না, তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শেখ হাসিনার শাসন নিয়ে আলোচনা চলছে।

অর্ক দেবের এই বক্তব্য এবং কলকাতার বুদ্ধিজীবীদের মন্তব্যের প্রেক্ষিতে, আওয়ামী লীগ এখন হয়ে উঠেছে হাসির খোরাক। সেখানে হাসিনার শাসন নিয়ে প্রশ্ন উঠছে এবং তার বিরুদ্ধে আলোচনা আরো তীব্র হচ্ছে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে