ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধরা ঝুলছে ফাঁসির মঞ্চে: আজহারি

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৯:১৯:৩১
মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধরা ঝুলছে ফাঁসির মঞ্চে: আজহারি

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে এক ইসলামী মাহফিলে জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি বক্তৃতা দিয়েছেন। তিনি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য নিরপরাধ মানুষদের ফাঁসির দণ্ড প্রাপ্তির বিষয়টি তুলে ধরেন। আজহারি বলেন, মিথ্যা বলা মহাপাপ এবং এটি মানুষের জীবনে অকল্যাণ আনতে পারে। তিনি আরও বলেন, সত্যই মানুষকে সৎপথে পরিচালিত করে এবং মিথ্যা জাহান্নামের দিকে ঠেলে দেয়।

আজহারি কুরআনের সুরা আহযাবের ৩৫ নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে নারীদের সম্মান, ধৈর্যশীলতা এবং আল্লাহর আদেশ মেনে চলার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি ইসলাম ও কুরআনের কথা বলাকে ধর্ম ব্যবসা না বলে, এটি ঈমানের ভিত্তিতে মানুষের পথ দেখানো হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ রাখা বা তাদের সম্মানহানি করা ইসলামের প্রতি বিপরীত মনোভাব প্রকাশ করে।

মাহফিলটি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে লাখো ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। দুই লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও আশপাশের পার্ক ও সড়কজুড়ে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে আরও বক্তৃতা করেন শাইখ শাহ ওয়ালী উল্লাহ, শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন, এবং মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে