ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মোদির বৈঠকের পরও ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১১:১৭:১৬
মোদির বৈঠকের পরও ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে। এই বিমানে থাকা অভিবাসীরা শনিবার রাতে অমৃতসর বিমানবন্দরে নামবে। এই ফেরত পাঠানোর প্রক্রিয়া প্রথম দফায় ১০৪ জনকে ফেরত পাঠানোর পর দ্বিতীয় দফায় আরও ১১৯ জনকে ফিরিয়ে আনা হচ্ছে।

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কারণে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, মার্কিন বিমানগুলো পাঞ্জাবের অমৃতসরে কেন নামানো হচ্ছে, কেন দিল্লিতে নামানো হয়নি? তার মতে, এটি পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার একটি উদ্দেশ্য। তিনি কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে তীব্র সমালোচনা করেছেন, তবে একই সঙ্গে জানিয়েছেন, তার প্রশাসন আমেরিকায় ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের যথাসম্ভব সাহায্য করবে।

বিমানে থাকা ১১৯ জন অবৈধ অভিবাসীদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের, ১ জন হিমাচল প্রদেশের এবং ১ জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।

এদিকে, তৃতীয় দফার ফেরত পাঠানোর বিষয়েও খবর পাওয়া গেছে। চলতি সপ্তাহে আরো একটি মার্কিন বিমান ভারতে এসে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনবে, তবে তৃতীয় দফার বিমানটি কখন ভারতে পৌঁছাবে এবং সেই বিমানে কোন রাজ্যের কতজন অভিবাসী রয়েছেন, তা এখনও জানা যায়নি।

এটি এমন একটি ঘটনা, যেখানে অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর বিষয়টি বেশ কিছু রাজ্য এবং রাজনৈতিক নেতাদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে, এবং এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও প্রশাসনিক প্রশ্নগুলিকে সামনে এনে দিয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে