ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৬:২৬:০৩
সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি

নিজস্ব প্রতিবেদক : নুরুজ্জামান কাফি, বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, গত ১১ ফেব্রুয়ারি রাতে তাঁর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের শিকার হন। তিনি ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন যে, দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে। তবে, এই আগুনে কেউ হতাহত হয়নি। কাফি দাবি করেছেন, তিনি বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করতেন এবং এতে সরকারের বিরোধী পক্ষ থেকে এই হামলা হতে পারে।

এরপর, কাফি ১২ ফেব্রুয়ারি সকালে পটুয়াখালীর কলাপাড়ায় নিজের পোড়া বাড়ির সামনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন। সেখানে তিনি বলেন, সরকারের কাছে তাঁর ৭ দিনের আলটিমেটাম রয়েছে। এই সময়ের মধ্যে যদি দুর্বৃত্তদের আটকানো না হয় এবং তাঁর বাড়ি পুনরায় তৈরি না করা হয়, তবে তিনি রাজপথে নামবেন। কাফি আরও বলেন, সরকার যদি ব্যর্থ হয়, তাহলে সাধারণ জনগণ বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করবে।

এদিকে, কাফি তাঁর পোস্টে আরও দাবি করেন, ৩২ নম্বরের সামনে তিনি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন এবং সেই কারণে তাঁর বাড়ি লক্ষ্যবস্তু হতে পারে। তাঁর মতে, এ ঘটনা প্রমাণ করে যে, বর্তমান সরকার ব্যর্থ।

কাফি, যিনি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি করছেন, বরিশালের আঞ্চলিক ভাষায় হাস্যরসের মাধ্যমে দেশের নানা সমস্যা, দুর্নীতি, এবং অনিয়মের সমালোচনা করে থাকেন। এছাড়া, তিনি জুলাই আন্দোলনের সময়ও সক্রিয় ছিলেন এবং ছাত্র-জনতার পক্ষে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছিলেন।

কেএইচ

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে