ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

যে নিয়মে দেওয়া হবে টিসিবির কার্ড

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১২:১৬:২০
যে নিয়মে দেওয়া হবে টিসিবির কার্ড

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) কার্ড বিতরণে পূর্বে যে ব্যাপক অনিয়ম হয়েছে, তা পুনরাবৃত্তি করা হবে না। তিনি বলেন, যে কাজগুলো পূর্বে "ফ্যাসিস্ট" শাসনামলে হয়েছিল, সেগুলো তাদের সরকারের অধীনে হবে না। শেখ বশিরউদ্দীন বলেন, শুধুমাত্র যে সকল নাগরিকদের এই কার্ডের প্রয়োজন, তাদেরই টিসিবির কার্ড দেওয়া হবে এবং এটি নিশ্চিত করা হবে যে, কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন বা পক্ষপাতিত্ব করা হবে না।

তিনি আরও বলেন, টিসিবি কার্ডের সংশোধন ও একক কার্ডধারীর সংখ্যা এক কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং এই কাজ দ্রুত বাস্তবায়িত করা হবে। তিনি বলেন, "আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা থাকতে চাই এবং আইনের মাধ্যমে নীতিমালা অনুযায়ী চলতে চাই"।

বাণিজ্য উপদেষ্টা খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে তিনি এসব বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

আরিফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে