ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রেয়াতি সুবিধার অপব্যবহার: ভিসতার ১ কোটি টাকার রাজস্ব ফাঁকি

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১২:২৮:১৩
রেয়াতি সুবিধার অপব্যবহার: ভিসতার ১ কোটি টাকার রাজস্ব ফাঁকি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের শুল্ক ও রাজস্ব কর্তৃপক্ষ ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের বিরুদ্ধে একাধিক চালানে রেয়াতি সুবিধার অপব্যবহার এবং মিথ্যা ঘোষণায় সোয়া কোটি টাকার রাজস্ব ফাঁকি ধরা পড়েছে। কোম্পানিটি ইলেকট্রনিক পণ্য আমদানি, উৎপাদন এবং সরবরাহকারী হিসেবে এই অনিয়মে জড়িত।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানায়, ভিসতা ইলেকট্রনিকস শুল্কায়নের সময় কাগজপত্র যাচাই না করেই পণ্য খালাস করেছে এবং সঠিক ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য আমদানি করেছে। বিশেষভাবে দুটি চালানে পণ্যের পরিমাণ ঘোষণার তুলনায় ১৭ শতাংশ এবং ১৯ শতাংশ বেশি পাওয়া যায়। এগুলি ছিল টু-কে এবং ফোর-কে এইচডি এলইডি ডিসপ্লে প্যানেল।

চট্টগ্রাম কাস্টম হাউস থেকে এই বিষয়ে তদন্ত করা হলে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রেয়াতি সুবিধা পাওয়ার জন্য শুল্ক আইন লঙ্ঘন এবং অতিরিক্ত পণ্য আমদানি করার অভিযোগ প্রমাণিত হয়। এজন্য প্রতিষ্ঠানটি ১ কোটি ৮ লাখ ৬ হাজার টাকা রাজস্ব পরিশোধ করেছে, তবে শুল্কায়নের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এরপর, সাস্পেন্ড করা সাতটি চালানে আরও ১ কোটি ১১ লাখ টাকার রাজস্ব অনিয়ম পাওয়া যায়, তবে ভিসতা ইলেকট্রনিকস এখনও এই রাজস্ব পরিশোধ করেনি। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো পরিশোধ না হলে ব্যাংক হিসাব জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভিসতা ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন আকাশের সাথে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে