ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

বড় অস্বস্তিতে পাঁচ শেয়ারের বিনিয়োগকারীরা

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১২:৪৯:২২
বড় অস্বস্তিতে পাঁচ শেয়ারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক মাসে ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

বিপরীতে কমেছে ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমেছে সাড়ে ১৬ শতাংশ থেকে ২৪ শতাংশ পর্যন্ত। যে কারণে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট নিয়ে বড় অস্বস্তিতে রয়েছেন।

প্রতিষ্ঠানগুলো হলো-ফাইন ফুডস, রেনেটা, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, রেনউইক যজেনেশ্বর ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে ফাইন ফুডসের। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বড় মুনাফার খবর আসবে-এমন ইনসাইডার খবরে কোম্পানিটির শেয়ার ১৬০ টাকা থেকে ২৭২ টাকায় উঠে যায়। কিন্তু দ্বিতীয় প্রান্তিক ঘোষণার আগে থেকেই শেয়ারটির দাম সংশোধন হতে থাকে। যেদিন মুনাফার বড় খবর এসেছে, সেদিনও শেয়ারটির পতন অব্যাহত ছিল। সর্বশেষ শেয়ারটির দাম ক্লোজিং হয়েছে ১৯১ টাকা ১০ পয়সায়। এক মাসে শেয়ারটির দাম কমেছে ২৪.০৮ শতাংশ।

রেনেটা

আগের অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রেনেটার মুনাফা কম হয়েছে যে কারণে শেয়ারটির দামে বড় পতন দেখা গেছে। গত এক মাসে শেয়ারর দাম কমেছে ২..৪২ শতাংশ।

ফাস্ট প্রাইম মিউচুয়াল ফান্ড সমাপ্ত ২০২৪ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। এজন্য ফান্ডটির দামে পতন হয়েছে। গত এক মাসে ফান্ডটির দাম কমেছে ১৮.৪২ শতাংশ।

তবে রেনউইক যজেনশ্বরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান কমেছে। তারপরও শেয়ারটির দামে পতন হয়েছে। আগের অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ টাকা ৬০ পয়সা। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৬৭ পয়সা। তারপরও এক মাসে শেয়ারটির দাম কমেছে ১৭.৪৩ শতাংশ।

আর মিডল্যান্ড ব্যাংকের শেয়ার আগের মাসে উত্থান হয়েছিল। শেয়ারটিতে যারা লাভে ছিলেন, তারা মুনাফা তুলেছেন। যার ফলে শেয়ারটির দাম সংশোধন হয়েছে। সামনে শেয়ারটির ডিভিডেন্ড থাকলেও এক মাসে শেয়ারটির দাম কমেছে ১৬.৪২ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে