ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব দিল্লির

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ০৯:৪৮:৫৭
বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব দিল্লির

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যে গত কিছুদিনের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করা হয়। এর আগে, ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছিল, যেখানে উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তলবের বিষয়ে জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও লাভজনক সম্পর্ক চায়। তবে, তিনি অভিযোগ করেন যে বাংলাদেশ সরকারের বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করা হচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে দায়ী করা হচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ক্ষতিকর।

এছাড়া, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার মন্তব্যগুলিকে তার ব্যক্তিগত অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এই মন্তব্যগুলোকে ভারতের অবস্থানের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, বাংলাদেশও ভারতের কাছে প্রতিবাদ জানিয়ে তীব্র অবস্থান নিয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে সামাজিক মাধ্যমে দেওয়া মন্তব্যগুলির বিরুদ্ধে।

তানজিম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে