ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৭:৪৮:৩৪
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহার মালেকের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. ফজলুল হক এ বিষয়ে আবেদন করেন। দুদক অভিযোগ করে যে, জাহিদ মালেক ও তার ছেলের ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে এবং বিভিন্ন সূত্রে জানা গেছে, তারা এই অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করতে পারেন।

এছাড়াও, তদন্ত সমাপ্তির পূর্বে যদি এই অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে যায়, তবে তদন্তে ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আদালত তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

এই আদেশের পর, ব্যাংকগুলোতে থাকা অর্থ অস্থায়ীভাবে ব্লক করা যাবে, যাতে তদন্তের ক্ষেত্রে কোনো ক্ষতি না হয়।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে