ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শীত বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৩:২২:১৫
শীত বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে বিমান, নৌ এবং সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, রাত এবং সকাল বেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তবে আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমবে। তবে মঙ্গলবার থেকে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা আবার সামান্য বাড়তে পারে।

এছাড়া, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে