ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

টুরিস্ট ভিসা দেয়ার বিষয়ে যা জানাল ভারতীয় দূতাবাস

২০২৫ ফেব্রুয়ারি ০১ ২১:৩৪:৫২
টুরিস্ট ভিসা দেয়ার বিষয়ে যা জানাল ভারতীয় দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটে। পরবর্তীতে যা তলানিতে এসে ঠেকে।

অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি সম্পর্ক উন্নতির লক্ষণে কিছু পদক্ষেপ নেওয়া হয়। তবে এখনও তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেসিংয়ে সমস্যা এখনও রয়ে গেছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে ভিসা আবেদন কেন্দ্রে অজানা সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে এসব কেন্দ্র খুলে দেওয়া হলেও, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়ে দেয় যে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র জরুরি ও মেডিকেল ভিসা প্রদান করা হবে। ভারতীয় দূতাবাস জানিয়েছে যে, টুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রেই সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে, বাংলাদেশিদের জন্য আগামী মার্চ মাস থেকে ভারতীয় টুরিস্ট ভিসা প্রদান করা হবে। তবে এই দাবির সাপেক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি। কোন পক্ষ এর সত্যতাও স্বীকার করেনি।

তবে, চ্যানেল ১৪ অনলাইনের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেন যে, টুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য সব ক্ষেত্রে এখনও সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে। তবে টুরিস্ট ভিসার পুনঃচালুর বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

পাশাপাশি, যারা ভারত গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করতে চান, তাদের জন্য ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া ও যাচাই করার প্রক্রিয়া চলমান আছে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে