ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

জানা গেল বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময়

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১১:৪৭:৫৪
জানা গেল বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময়

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান জানান, মোনাজাত সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি আজ সকাল ১০টায় টঙ্গী ইজতেমা মাঠে জিএমপির পুলিশ কন্ট্রোল রুমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

কমিশনার আরও জানান, মোনাজাতের আগে এবং পরে আব্দুল্লাপুর ভেগড়া বাইপাস ও দৌড়ব্রীজ এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। তিনি নিশ্চিত করেন, ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যের পাশাপাশি ইজতেমা কর্তৃপক্ষের দশ হাজার স্বেচ্ছাসেবক কর্মরত আছেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ হবে।

এছাড়া, শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান জানান, বিশ্ব তাবলীগ জামাতের মুরুব্বীরা দুই পক্ষকে এক করার জন্য তিনটি শর্ত দিয়েছেন। মাওলানা সাদ সাহেব নেতৃত্ব থেকে বের হয়ে সূরার মাধ্যমে কাজ করলে এই বিরোধের অবসান ঘটবে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া, এবারের বিশ্ব ইজতেমা তিনটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে:

- ১ম ধাপ: ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত

- ২য় ধাপ: ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি

- ৩য় ধাপ: ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি

ইজতেমা শেষে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব সাদ অনুসারীরা প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে