ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সোমবার বিনিয়োগকারীদের মহাসমাবেশের ডাক

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৩:৫৩:০৫
সোমবার বিনিয়োগকারীদের মহাসমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) শেয়ারবাজারে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (BCMIA) প্রতিবাদ মহাসমাবেশ আয়োজন করেছেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সারাদেশের সকল বিনিয়োগকারীদের সমাবেশে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।

সমাবেশে অংশগ্রহণ করবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (সাধারণ সম্পাদক এবি পার্টি), মোঃ নুরুল হক নুর (সভাপতি গণঅধিকার পরিশোধ ও সাবেক ভিপি ডাকসু), আবু নাসের মোহাম্মদ রহমতুল্লা (বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য), ডঃ সফিকুল ইসলাম মাসুদ (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সেক্রেটারী মহা নগর দক্ষিণ জামায়াতে ইসলামী), মোঃ ফজলুল বারী (অর্থ ও শেয়ার বাজার বিশ্লেষক) ও মোঃ দিদারুল আলম ভূঁইয়া (অর্থ সম্পাক, রাষ্ট্র সংস্কার আন্দোলন)।

শেয়ারবাজার রক্ষার্থে এবং আগামীর বাংলাদেশে স্বচ্ছ ও একটি সুন্দর শেয়ারবাজার ওইদিন দুপুর ২টায় ঢাকার মতিঝিলে ডিএসই ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে সবাইকে যোগদান করে আওয়াজ তুলে সমাবেশকে সফল করার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি যে সব মার্চেন্ট ব্যাংক ও বড় ব্রোকার হাউজগুলোকে কমিশন কর্তৃক মেইল বা চিঠির মাধ্যমে তাদের কর্মকর্তারা যেন সমাবেশে না যান এমন হুমকি দিয়েছে, এর জন্য সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

শেয়ারবাজারে সকল অংশীজন ও সব ধারার মিডিয়ার প্রতিও শেয়ারবাজার এবং বিনিয়োগকারীদের বাঁচাতে যে যার অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা করতে বলা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে