ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাপ্তাহিক ছুটিতেও অফিস খোলা রাখার নির্দেশ

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৮:১৫:২৬
সাপ্তাহিক ছুটিতেও অফিস খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে। ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে ২০ জানুয়ারি, ২০২৫ এবং এটি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর নিবন্ধন কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা/কর্মচারী—যাদের মধ্যে রাজস্ব, আউটসোর্সিং, দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারী এবং হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তারা অন্তর্ভুক্ত—এদের সবাইকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরেও অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

এছাড়াও, নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত কর্মকর্তাদের, যেমন দেহরক্ষী, গানম্যান, পুলিশ এবং আনসারদেরও ওই সময়ে তাদের স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।

এই নির্দেশনা ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমটি সফলভাবে এবং নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে