ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএনপির অনির্দিষ্টকালের ডাকা হরতাল প্রত্যাহার

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৬:৩৬:৪১
বিএনপির অনির্দিষ্টকালের ডাকা হরতাল প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসের পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ডাকা অনির্দিষ্টকালের হরতাল প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার গভীর রাতে দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কিছু সদস্য অনির্দিষ্টকালের হরতাল ডাকেন। হরতালের কারণে সকাল ৫টা থেকে ৬ ঘণ্টা পর্যন্ত পিকেটিং চলে, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে ঢাকা থেকে আসা যাত্রীরা সমস্যায় পড়েন। হরতাল প্রত্যাহারের সিদ্ধান্তের পর পরিস্থিতি শান্ত হয়, তবে হরতালের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে