ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

সঞ্চয়পত্রে ২০২৫ সালের নতুন মুনাফা হার: জানুন কোন স্কিমে কত পাবেন!

২০২৫ জানুয়ারি ২৯ ১৭:৩৭:৫২
সঞ্চয়পত্রে ২০২৫ সালের নতুন মুনাফা হার: জানুন কোন স্কিমে কত পাবেন!

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালে নতুনভাবে নির্ধারিত হয়েছে সঞ্চয়পত্রের মুনাফার হার। পূর্বে জাতীয় সঞ্চয় স্কিমগুলোতে সর্বনিম্ন ১১.০৪% থেকে সর্বোচ্চ ১১.৭৬% মুনাফা পাওয়া যেত। তবে, নতুন নিয়মে মুনাফা ১২% এর বেশি রাখা হয়েছে, যেখানে সর্বনিম্ন হার ১২.২৫% এবং সর্বোচ্চ ১২.৫৫%। জানুয়ারির ১ তারিখ থেকে এই নতুন হার কার্যকর হয়েছে এবং সঞ্চয়পত্রের প্রতিটি স্কিমে এই বাড়তি মুনাফা পাওয়া যাবে।

নতুন মুনাফার হার অনুযায়ী সঞ্চয়পত্রের স্কিমগুলো

জাতীয় সঞ্চয় স্কিমে মুনাফা প্রদানের জন্য দুটি ভিন্ন বিনিয়োগ পরিসীমা নির্ধারণ করা হয়েছে:

১. বিনিয়োগ পরিসীমা-১: অনূর্ধ্ব সাড়ে ৭ লাখ টাকা

২. বিনিয়োগ পরিসীমা-২: সাড়ে ৭ লাখ টাকার অধিক

প্রথম ক্যাটাগরিতে প্রদেয় মুনাফার হার অপেক্ষা দ্বিতীয় ক্যাটাগরির মুনাফার হার কম হবে, তবে আগের তুলনায় এই হার বেশি।

প্রধান সঞ্চয়পত্র স্কিমগুলোর নতুন মুনাফার হার:

- পেনশনার সঞ্চয়পত্র

- সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত:

১ম বছরে ১০.২৩%, ২য় বছরে ১০.৭৫%, ৩য় বছরে ১১.৩১%, ৪র্থ বছরে ১১.৯১%

৫ বছর শেষে ১২.৫৫%

- সাড়ে ৭ লাখ টাকার বেশি:

১ম বছরে ১০.১১%, ২য় বছরে ১০.৬২%, ৩য় বছরে ১১.১৭%, ৪র্থ বছরে ১১.৭৫%

৫ বছর শেষে ১২.৩৭%

- পরিবার সঞ্চয়পত্র

- সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত:

১ম বছরে ১০.২০%, ২য় বছরে ১০.৭২%, ৩য় বছরে ১১.২৮%, ৪র্থ বছরে ১১.৮৭%

৫ বছর শেষে ১২.৩৭%

- সাড়ে ৭ লাখ টাকার বেশি:

১ম বছরে ১০.১১%, ২য় বছরে ১০.৬২%, ৩য় বছরে ১১.১৭%, ৪র্থ বছরে ১১.৭৫%

৫ বছর শেষে ১২.৩৭%

- বাংলাদেশ সঞ্চয়পত্র

- সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত:

১ম বছরে ১০.১৩%, ২য় বছরে ১০.৬৪%, ৩য় বছরে ১১.১৯%, ৪র্থ বছরে ১১.৭৮% ৫ বছর শেষে ১২.৩৭%

- সাড়ে ৭ লাখ টাকার বেশি:

১ম বছরে ১০.১১%, ২য় বছরে ১০.৬২%, ৩য় বছরে ১১.১৭%, ৪র্থ বছরে ১১.৭৫%

৫ বছর শেষে ১২.৩৭%

- ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

- সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত:

৩ বছর মেয়াদে ১ম বছরে ১১.০৪%, ২য় বছরে ১১.৬৫%

৩ বছরের শেষে ১২.৩০%

- সাড়ে ৭ লাখ টাকার বেশি: ১ম বছরে ১১.০০%, ২য় বছরে ১১.৬১%, ৩য় বছরে ১২.২৫%

- ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদি হিসাব

এই স্কিমে একই মুনাফা হার পাওয়া যাবে, যা ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে পাওয়া যাবে।

মুনাফার হার কাদের জন্য প্রযোজ্য?

সর্বশেষ জানুয়ারির ১ তারিখ থেকে যারা নতুন সঞ্চয়পত্র কিনবেন, তারা এই বর্ধিত মুনাফার সুবিধা পাবেন।

এছাড়া, পুরানো বিনিয়োগকারীরাও তাদের সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ না হলে আগের নিয়মে মুনাফা পাবেন, কিন্তু নতুন নিয়মে যারা বিনিয়োগ করবেন তারা বাড়তি মুনাফার হার উপভোগ করতে পারবেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে