ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

দিল্লিকে ২ বছরের মধ্যে 'বাংলাদেশি' মুক্ত করার ঘোষণা বিজেপি নেতার

২০২৫ জানুয়ারি ২৭ ১৫:৪০:১৭
দিল্লিকে ২ বছরের মধ্যে 'বাংলাদেশি' মুক্ত করার ঘোষণা বিজেপি নেতার

নিজস্ব প্রতিবেদক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে চমকপ্রদ একটি ঘোষণা করেছেন। তিনি বলেন, যদি বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়, তবে আগামী দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করা হবে।

অমিত শাহ অভিযোগ করেছেন যে, দিল্লির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (আপ) অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নির্বাচনে জিতেছে। তিনি আরও বলেন, আম আদমি পার্টি (আপ) ১০ বছরের শাসনকালে মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত ছিল, আর তাদের শাসন শেষ করতে এবার বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিজেপি দিল্লির উন্নয়নে কাজ করবে এবং বিশ্বের এক নম্বর রাজধানী তৈরি করবে। পাশাপাশি, তারা অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, এমনকি দিল্লিতে তাদের আশ্রয় দেওয়ার জন্য আম আদমি পার্টির ওপর আক্রমণ করেন।

বিজেপি এই নির্বাচনে জয়ের মাধ্যমে দিল্লিতে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং নাগরিক উন্নয়নে আরো জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে