ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সরকারি চাকরিজীবীরা

২০২৫ জানুয়ারি ২৫ ১৯:১৮:৫৫
কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের পিছু থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছে, যদি সরকার তাদের এই অধিকার থেকে বঞ্চিত করে, তবে তারা সারা দেশে কর্মবিরতির মতো কঠোর আন্দোলন শুরু করবে।

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি উত্থাপন করা হয়। সমাবেশে বক্তব্য দেন ১১-২০ গ্রেড ফোরামের সভাপতি লুৎফর রহমান, উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি আশফাকুল আশেকীন, এবং ফোরামের অন্যান্য নেতা-কর্মীরা।

ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বলেন, তারা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন যে, সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। এর ফলে তারা সারা দেশে কর্মবিরতি, বিক্ষোভসহ অন্যান্য কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা ভাবছেন।

এই ফোরামের সদস্যরা দাবি করছেন, মহার্ঘ ভাতা দেয়া তাদের একটি ন্যায্য দাবি এবং যদি সরকার এটি বাতিল করে, তারা নিজেদের স্বার্থ রক্ষায় রাজপথে নামবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে