ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

স্টেশন ম্যানেজার জানালেন ট্রেনের টিকিট রিফান্ডের নিয়ম

২০২৫ জানুয়ারি ২৮ ১৩:১০:০৩
স্টেশন ম্যানেজার জানালেন ট্রেনের টিকিট রিফান্ডের নিয়ম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে ২৭ জানুয়ারি, ২০২৫ থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে, যেসব ট্রেনের যাত্রা বাতিল হয়েছে, সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের বিকল্প যাতায়াতের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে, বিআরটিসি বাসের মানের ব্যাপারে কিছু বলা সম্ভব হয়নি, তবে দূরপাল্লার বিআরটিসি বাস ব্যবহৃত হচ্ছে বলে জানানো হয়েছে।

স্টেশন ম্যানেজার আরো জানিয়েছেন, যেকোনো যাত্রী যদি টিকিট রিফান্ড চান, তাদের টাকা ফেরত দেওয়া হবে। তবে, যদি কেউ পরবর্তীতে যাতায়াত করতে চান, তখন তাদের নতুন করে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে হবে। তিনি বলেন, এ রিফান্ড শুধু পুরনো টিকিটের জন্য প্রযোজ্য, এবং পূর্ববর্তী টিকিট দিয়ে নতুন যাত্রা করা যাবে না।

তিনি আরো জানান, বিআরটিসি বাসের সার্ভিস কতদিন চলবে, সে ব্যাপারে কিছু নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। তবে, তারা আশা করছেন খুব শিগগিরই সমস্যার সমাধান হবে এবং ট্রেন চলাচল শুরু হলে যাত্রীরা আবার ট্রেনে যাতায়াত করতে পারবেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে