ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা

২০২৫ জানুয়ারি ২৮ ১৭:০১:২৪
ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন দ্বীপে ৯ মাস পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী অক্টোবর পর্যন্ত চলবে। তবে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন, কিন্তু এখনও এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।

প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা আসেন। তবে পরিবেশ মন্ত্রণালয় এ বছর নতুন নিয়ম চালু করেছে, যার ফলে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়। জানুয়ারিতে দুই হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারলেও, ফেব্রুয়ারি থেকে পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

দ্বীপের বাসিন্দারা উদ্বিগ্ন, কারণ তারা জানিয়েছেন, পর্যটন ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করা কঠিন হয়ে পড়বে। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, ফেব্রুয়ারি মাসের জন্য ভ্রমণ উন্মুক্ত রাখা গেলে অনেকের ক্ষতি কমবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল করবে, কিন্তু এর পরের জন্য সরকার কোনো নতুন নির্দেশনা দিলে সেটি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে