ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ছেড়ে উঠে গেলেন নেতারা, বন্ধ থাকবে ট্রেন

২০২৫ জানুয়ারি ২৮ ১৮:৩৩:৩০
সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ছেড়ে উঠে গেলেন নেতারা, বন্ধ থাকবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা সোমবার (২৮ জানুয়ারি) মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন, ফলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই অবস্থায় সৃষ্ট অচলাবস্থা নিরসনে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসেন আন্দোলনরত রেলের রানিং স্টাফ নেতারা। তবে বৈঠকে কোনো সমাধান ছাড়াই তারা চলে আসেন।

কমলাপুর স্টেশনের ভিআইপি কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকটি দুপুর ১:৩০ টায় শুরু হলেও, ২টা ৪৫ মিনিটে রানিং স্টাফ নেতারা কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ত্যাগ করেন।

রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান সাংবাদিকদের জানান, তারা রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেছেন, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তিনি বলেন, "আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি এবং এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করব।"

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছিলেন, আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে না, তবে পরোক্ষভাবে আলোচনা চলছে। তিনি আশাবাদী, আলোচনার মাধ্যমে দ্রুত ট্রেন চলাচল শুরু হবে।

রানিং স্টাফরা মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা পাওয়ার বিষয়ে জটিলতার কারণে এই কর্মবিরতি পালন করছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে