ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ট্রেন বন্ধ, এবার রেল টিকিটে বিআরটিসি বাসে ভ্রমণের সুযোগ

২০২৫ জানুয়ারি ২৮ ১১:২৪:৫৫
ট্রেন বন্ধ, এবার রেল টিকিটে বিআরটিসি বাসে ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গতকাল সোমবার মধ্যরাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, যা যাত্রীদের জন্য এক বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের সমস্যা সমাধানের জন্য রেলপথ মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের রেলপথে চলাচলের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে, যাত্রীরা তাদের আগেই কেনা রেল টিকিট দিয়ে বিআরটিসি বাসে যাত্রা করতে পারবেন। বিআরটিসি বাস সার্ভিসটি ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীদের পরিবহন করবে। এর পাশাপাশি, এই সকল স্থান থেকে ঢাকাতেও আসতে পারবেন যাত্রীরা।

রানিং স্টাফরা কর্মবিরতি ঘোষণা দেওয়ার ফলে ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি যাত্রীদের অগ্রিম কাটা টিকিটও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কর্মবিরতির কারণে গতকাল থেকে ট্রেনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায়, যাত্রীরা অনেকেই স্টেশনে এসে জানতে পারেন ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

এ পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ কাটাতে, রেলপথ মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। এ সার্ভিসটি আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চালু থাকবে।

যাত্রীদের সুবিধার জন্য এই বাস সার্ভিস চালু হওয়ায়, রেলপথে চলাচলকারী যাত্রীরা নতুনভাবে তাদের ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে