ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২০২৫ জানুয়ারি ২৮ ১৫:৫০:৩৩
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলটি নির্বাচনের জন্য নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে।

দলের আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক দলের অবস্থান এবং উদ্দেশ্য সম্পর্কে জানান। তিনি বলেন, "বিপ্লবী ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নির্দলীয় একটি সংগঠন হচ্ছে ‘সার্বভৌমত্ব আন্দোলন’। আমাদের দল নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, দেশের স্বাধীনতা রক্ষা করবে এবং রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে।"

তিনি আরও জানান, তাদের দলের নীতিমালা দেশপ্রেমে পূর্ণ থাকবে এবং দেশীয় অগ্রগতি, ঐক্য এবং ত্যাগের মাধ্যমে উন্নতি করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। দলের আহ্বায়ক আরও বলেন, "আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, দেশের কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না, বিশেষত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ।"

এছাড়া, দলটি একটি আধুনিক, জবাবদিহিতাপূর্ণ এবং সুসজ্জিত পুলিশ বাহিনী গঠন, নাগরিকদের অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। তারা সশস্ত্র বাহিনী, বাংলাদেশ রাইফেলস আনসার এবং ভিডিপিতে সংস্কার করে জাতীয় নিরাপত্তা এবং প্রস্তুতিকে বৈশ্বিক মানে উন্নীত করতে কাজ করবে।

মেজর জেনারেল মো. এহতেশাম উল হক আশা প্রকাশ করেন, শিগগিরই বর্তমান সরকারের সঙ্গে বৈঠকে বসে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ, যেমন জাহাঙ্গীর চৌধুরী ও ওবায়দুল্লাহ মামুন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে