ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মহার্ঘ ভাতা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ২৮ ১৩:০৭:১৬
মহার্ঘ ভাতা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারী কর্মকতাদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তিনি আজ (২৮ জানুয়ারি ২০২৫) অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি আরও জানান, রেলের কর্মচারীদের জন্য মানবিক কারণে যতোটা সম্ভব সহায়তা করা হয়েছে, এবং ওভারটাইম ইস্যুর সমাধানও করা হয়েছে। তবে অন্যান্য দাবিগুলো দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণে পূরণ করা সম্ভব নয়।

ড. সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা আগে থেকেই নির্ধারিত ছিল। রোজায় চাল এবং গমের মজুদ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে কোনো ঘাটতি না হয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে