ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিএসএফের হাতে আটক বাংলাদেশি, ভারতের কৃষককে ফেরত দিল বাংলাদেশ

২০২৫ জানুয়ারি ২৪ ১৮:২৪:১৭
বিএসএফের হাতে আটক বাংলাদেশি, ভারতের কৃষককে ফেরত দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে একটি অদ্ভুত সীমান্ত সংঘাত ঘটে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে, বাংলাদেশি এক কিশোর মো. আলামিন ভারতের সীমান্তে খেতের কাজে ব্যস্ত থাকাকালীন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে তুলে নিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে, কিছু বাংলাদেশি বাসিন্দা ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায় (৪৫) কে তার নিজ কৃষি জমি থেকে ধরে নিয়ে এসে বিজিবি সদস্যদের হাতে সোপর্দ করেন। নারায়ণ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

এরপর, পরিস্থিতি উত্তপ্ত হওয়ায়, বিজিবি ও বিএসএফ একে অপরের সঙ্গে পতাকা বৈঠক শুরু করেন। বৈঠক শেষে, বিএসএফ মো. আলামিনকে তাদের 'সহযোগী' হিসেবে ধরে নিয়ে যাওয়ার ভুল বোঝাবুঝির ব্যাপারে নিশ্চিত করে এবং উভয় পক্ষ একে অপরকে ফিরিয়ে দেয়—বাংলাদেশী কিশোর আলামিনকে এবং ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায়কে।

এ ঘটনার পর দিনাজপুর সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, তবে দু'দেশের সীমান্ত বাহিনী এই বিভ্রান্তি মীমাংসা করে পরিস্থিতি শান্ত করে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে