ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সীমান্ত নিয়ে বিজিবি অধিনায়ক কিবরিয়ার গুরুত্বপূর্ণ বার্তা

২০২৫ জানুয়ারি ২৪ ১৩:৫৯:২১
সীমান্ত নিয়ে বিজিবি অধিনায়ক কিবরিয়ার গুরুত্বপূর্ণ বার্তা

নিজস্ব প্রতিবেদক: বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত নিরাপত্তা ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি সভা করেছেন। সভাটি ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখে শিবগঞ্জ উপজেলার চৌকা বিওপির আওতাধীন বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১২০০ সীমান্তবাসী উপস্থিত ছিলেন।

সভায়, তিনি সীমান্ত এলাকায় অযথা ঘোরাঘুরি এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। কিবরিয়া বলেন, "বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থা রক্ষা করবে।" তিনি স্থানীয়দের কাছে অনুরোধ করেন যে তারা যেন সীমান্ত এলাকায় কৃষকদের ফসল নষ্ট না করে এবং গবাদিপশু না চরায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, ১৮ জানুয়ারি সীমান্তে ঘটে যাওয়া ভারতীয়দের গাছ কাটা নিয়ে সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি স্থানীয়দের মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে তথ্য প্রদান করতে আহ্বান জানান, যাতে নিরাপত্তা আরো জোরদার করা যায়।

এছাড়া, তিনি সীমান্তের শূন্য লাইনে কোনো বহিরাগতকে প্রবেশ না করতে এবং কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে