ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

নিরাপত্তা সঞ্চিতির নিয়মে বড় পরিবর্তন আসছে

২০২৫ জানুয়ারি ২৪ ১৩:৩৫:০১
নিরাপত্তা সঞ্চিতির নিয়মে বড় পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে ব্যাংকগুলোকে ২০২৭ সাল থেকে তাদের ঋণের সম্ভাব্য ক্ষতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশনিং) ব্যবস্থা আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

এ সিদ্ধান্তের আওতায় ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর জন্য নতুন নিয়মে ঋণ শ্রেণীবিভাগ ও প্রভিশনিং-এর পদ্ধতি পরিবর্তন হবে। আইএফআরএস-৯ অনুযায়ী ব্যাংকগুলো এখন থেকে আগাম প্রভিশনিং করতে পারবে, যাতে ঋণ খেলাপি হওয়ার আগে থেকেই সেই ক্ষতির কিছু অংশ প্রস্তুত রাখা যায়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যেভাবে ঋণের বিপরীতে প্রভিশন রাখা হয়, ভবিষ্যতে ব্যাংকগুলো ঋণ পরিশোধে দেরি বা পুনঃতফসিলের মতো বিষয়গুলো আগেভাগে অনুমান করে প্রভিশন রাখবে। ফলে ব্যাংকগুলোর মূলধনের ওপর ঋণ খেলাপির প্রভাব কিছুটা কমবে এবং ব্যাংকগুলো সংকটমুক্ত থাকতে পারবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এটি তাদের আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং মান (আইএফআরএস-৯) অনুসারে হবে, এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা দল তৈরি করে নতুন নিয়ম বাস্তবায়ন করা হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে