ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

ক্ষমতার চূড়ায় ছিল, ডুবন্ত নৌকার নেতা-কর্মীরা এখন নিখোঁজ

২০২৫ জানুয়ারি ২৪ ১০:৩৬:৫৬
ক্ষমতার চূড়ায় ছিল, ডুবন্ত নৌকার নেতা-কর্মীরা এখন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, ও দলের হেভিওয়েট নেতারা গ্রেফতার হলেও আওয়ামী লীগের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর, এসব নেতারা গা ঢাকা দিয়েছেন। তাদের মধ্যে যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতারা উল্লেখযোগ্য।

এই সংগঠনগুলোর নেতারা ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রভাব বিস্তার করতেন, বিশেষ করে টেন্ডার, তদবির ও অপকর্মের মাধ্যমে। তবে এখন তারা কোথায় আছেন, তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সিলেট অঞ্চলে থাকতে পারেন।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ভারতে পাড়ি দিয়েছেন, তবে পরে তিনি দেশে ফিরে আসেন এবং গ্রেফতার হন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সস্ত্রীক কানাডায় রয়েছেন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভারতে অবস্থান করছেন।

মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা মেহের আফরোজ চুমকি দেশেই থাকতে পারেন, তবে সাধারণ সম্পাদক শবনম পারভিন শিলা সিঙ্গাপুরে আছেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হক সাচ্চু এবং আফজালুর রহমান বাবু ভারতে রয়েছেন। মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী নস্কর দুবাইয়ে আছেন, এবং তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র নাথ ভারতে অবস্থান করছেন।

এইসব নেতাদের কোথায় গা ঢাকা দিয়েছেন, তা নিয়ে জনগণের মধ্যে আগ্রহ বেড়েছে, বিশেষত তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে