ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুসংবাদ

২০২৫ জানুয়ারি ২২ ১৬:০৫:১০
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুসংবাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি মোবাইল ফোন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর আরোপিত বর্ধিত শুল্ক ও নতুন সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এনবিআর জানিয়েছে, দেশের ডিজিটাল কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করতে এবং তরুণদের আধুনিক প্রযুক্তি জ্ঞানে দক্ষ করার লক্ষ্যে মোবাইল ফোনের সিম/রিম কার্ড এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর আরোপিত বর্ধিত শুল্ক এবং নতুন সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে, এখন থেকে গ্রাহকদের এই সেবাগুলোর জন্য অতিরিক্ত খরচের বোঝা বহন করতে হবে না।

এর আগে, ৯ জানুয়ারি ২০২৫ থেকে ব্রডব্যান্ড সেবায় প্রথমবারের মতো ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। যদি এই শুল্ক কার্যকর হতো, তাহলে ৫০০ টাকার সংযোগে গ্রাহকদের অতিরিক্ত ৭৭ টাকা খরচ করতে হতো। একইভাবে, মোবাইল সেবায় ৩ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ করা হয়েছিল, যার ফলে ১০০ টাকার রিচার্জে গ্রাহকদের ২৮ টাকা ১০ পয়সার বদলে ২৯ টাকা ৮০ পয়সা কর দিতে হতো।

এনবিআর-এর নতুন সিদ্ধান্তের ফলে, ইন্টারনেট এবং মোবাইল সেবা ব্যবহারকারীদের জন্য এখন আর এই অতিরিক্ত শুল্কের ফলে ব্যয় বৃদ্ধি হবে না। এটি দেশের ডিজিটাল খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে