ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সারজিস আলমের মন্তব্য

২০২৫ জানুয়ারি ২০ ১৭:১৩:৩৪
আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সারজিস আলমের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা চলছে এবং এটি ইতিমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

২০ জানুয়ারি বিকেলে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে লিখেছেন, ‘‘স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।’’

এছাড়া, তার পোস্টের মাধ্যমে তিনি এই পরিবর্তনকে নিছক বাহ্যিক পরিবর্তন হিসেবে তুলে ধরে পুরো ব্যবস্থার সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে, সিস্টেমের পরিবর্তন ছাড়া শুধুমাত্র পোশাক পরিবর্তন কোনো বাস্তব পরিবর্তন আনবে না।

এর আগে ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, ‘‘পোশাকের সঙ্গে আমাদের সবার মন-মানসিকতারও পরিবর্তন হওয়া উচিত।’’

এর মাধ্যমে পোশাকের পরিবর্তন শুধু বাহ্যিক নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীদের মানবিকতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রশিক্ষণেও পরিবর্তন আনার ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে