ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ব্যাংকারদের বিদেশ যেতে সব বাধা তুলে দিল সরকার

২০২৫ জানুয়ারি ১৯ ২৩:০৬:৩৫
ব্যাংকারদের বিদেশ যেতে সব বাধা তুলে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। তারা এখন থেকে নিজেদের ব্যাংক থেকে অনুমোদন নিলেই চলবে।

আজ রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এর আগে গত বছরের ১১ জুন একটি সার্কুলারে ব্যাংক কর্মীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা এবং স্টাডি ট্যুরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

এখন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং নতুন নির্দেশনায় জানানো হয়েছে যে, ব্যাংক কর্মীরা দাপ্তরিক প্রয়োজনে ব্যাংকের বিদেশ ভ্রমণের নীতিমালী অনুসরণ করে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দেশ ছেড়ে যেতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূলত ২০২২ সালে ডলার সংকটের পর ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। ধাপে ধাপে এসব বিধিনিষেধ শিথিল করে আলোর দিশা দেখানো হচ্ছে। বর্তমানে ব্যাংক কর্মকর্তাদের বিদেশে যাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে