ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে নির্বাচন নিয়ে যে প্রত্যাশা যুক্তরাষ্ট্র ও ভারতের

২০২৫ জানুয়ারি ১৭ ০৮:৩৩:১২
বাংলাদেশে নির্বাচন নিয়ে যে প্রত্যাশা যুক্তরাষ্ট্র ও ভারতের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি সম্প্রতি বলেছেন, গণতন্ত্রই বাংলাদেশে একটি নতুন অধ্যায় খুলে দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, দুই দেশই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং এই নীতিতে ভারত ও যুক্তরাষ্ট্র একমত। দুই দেশ সমন্বয়ের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের পথে রয়েছে। তিনি এটাও পরিষ্কার করেন যে, বাংলাদেশ বা অন্য কোনো দেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতন হওয়া উচিত নয়।

গত ৩ ডিসেম্বর বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের 'নিষ্ক্রিয়তা'র অভিযোগের বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখবে, এমন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, তা স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, আমরা সহিংসতা এবং সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া পদক্ষেপগুলোকে মূল্যায়ন করছি। যুক্তরাষ্ট্র ধর্মীয় ও মতপ্রকাশের স্বাধীনতার কথাও মনে করিয়ে দেয় এবং বাংলাদেশে এই মৌলিক অধিকারগুলোকে সমর্থন করে।

এর আগে, গত ৩১ অক্টোবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার কঠোর নিন্দা জানিয়েছেন এবং বর্তমান প্রশাসনের প্রতি সমালোচনা করেছেন।

গত মার্চে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং মানবাধিকার সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ওই বৈঠকে ধর্ম ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়।

যুক্তরাষ্ট্রের সেনেট ফরেন রিলেশনস কমিটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানায়। তারা উল্লেখ করেছেন, বাংলাদেশে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং এ ব্যাপারে কঠোর সচেতনতা থাকতে হবে।

মিজান/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে