ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

টিউলিপ সিদ্দিকের পর এবার কপাল পুড়তে যাচ্ছে হাসিনা কন্যার

২০২৫ জানুয়ারি ১৬ ১৬:২০:১১
টিউলিপ সিদ্দিকের পর এবার কপাল পুড়তে যাচ্ছে হাসিনা কন্যার

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার জন্য অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতা ব্যবহার করার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে।

১৫ জানুয়ারি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে বলা হচ্ছে যে, তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে এই পদটি পেয়েছেন। দুদক জানিয়েছে, তারা প্রাথমিক তথ্যাদি যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, তার সঙ্গে সম্পর্কিত আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন, যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে।

এই অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে সরকারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চলছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে