ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সপ্তাহজুড়েই চাপের মুখে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

২০২৫ জানুয়ারি ১৬ ১৫:৩৮:৪৮
সপ্তাহজুড়েই চাপের মুখে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের শেষ কর্মদিবস শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় ছিল। বিনিয়োগকারীরা আশা করেছিল চলতি সপ্তাহের বাজারও ইতিবাচক থাকবে।

বিনিয়োগকারীদের আশা অনুযায়ি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বড় উত্থান প্রবণতায় উভয় বাজারে লেনদেনও শুরু হয়েছিল। কিন্তু দিনশেষে একই রকম ‘যে লাউ, সেই কদু’ হয়ে বাজার ফিরে আসলো।

তারপর সোমবার থেকে বুধবার পর্যন্ত একইভাবে বাজার নেতিবাচক প্রবণতার বৃত্তে আটকে ছিল। আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবসেও বিনিয়োগকারীরা আশা করেছিল আজ বাজার অন্তত ইতিবাচক প্রবণতায় ঘুরবে। কিন্তু এদিনও বিনিয়োগকারীদের আশা দুরাশায় পরিণত হল। এরফলে সপ্তাহজুড়ে চাপের মুখে থাকলো শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।

আজ ১৬ জানুয়ারী প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৮ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪০৬ কোটি ৭৬ লাখ টাকার। সে হিসাবে লেনদেন কমেছে ৪৩ কোটি ৮ লাখ টাকার বা ১১ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪১টির বা ৩৫.৩৩ শতাংশের, দর কমেছে ১৯৬টি বা ৪৯.১২ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৬২টির বা ১৫.৫৩ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৪০ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৫২ পয়েন্টে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে