ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির নতুন পদক্ষেপ

২০২৫ জানুয়ারি ১৬ ১৩:১৭:৫৭
জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : আজ, ১৬ জানুয়ারি, ২০২৫, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে এক সর্বদলীয় বৈঠক। এই বৈঠকে বিএনপি অংশ নেবে বলে নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রথমে, বিএনপি সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না বলে কিছু সংবাদ প্রচার হলেও, টুকু গণমাধ্যমকে জানান, বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকে যোগ দেবেন। বর্তমানে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে, এরপর আরও বিস্তারিত জানানো হবে।

এ বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনদের নিয়ে আলোচনা হবে। বৈঠকটি ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে, ৩১ ডিসেম্বর 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' শহীদ মিনারে প্রকাশ করা হয়েছিল, যার মাধ্যমে ৭২-এর মুজিববাদী সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা এবং বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানানো হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে