ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

লুৎফুজ্জামান বাবরসহ মুক্তি পাচ্ছেন যে ৬ জন, তালিকা প্রকাশ

২০২৫ জানুয়ারি ১৬ ১৩:০৯:৫৮
লুৎফুজ্জামান বাবরসহ মুক্তি পাচ্ছেন যে ৬ জন, তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সব মামলায় খালাস পাওয়ার পর ১৭ বছর কারাবাস শেষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। তার সঙ্গে কারামুক্তি পেতে যাচ্ছেন আরও পাঁচজন।

এই পাঁচজন হলেন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন আহম্মদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআইয়ের সাবেক ডিজি ও ডিজিএফআইয়ের ডিরেক্টর মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মেজর (অব.) এম লিয়াকত হোসেন।

এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

গত ১৪ জানুয়ারি, হাইকোর্টের বেঞ্চ ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরসহ ছয় আসামিকে খালাস দিয়ে রায় দেয়। এই রায়ের পরই তার মুক্তি নিশ্চিত হয়।

এছাড়াও, আদালত এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ছয় আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেয় এবং ভারতের উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে