ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

আদালতে কষ্ট ও অভিমানের কথা বললেন মতিউর রহমান

২০২৫ জানুয়ারি ১৬ ১১:০৬:১৮
আদালতে কষ্ট ও অভিমানের কথা বললেন মতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান আদালতে বলেছেন, "ছাগল-কাণ্ড আমার জীবনের জন্য অভিশাপ।" তিনি বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই কথা বলেন।

গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকার ছাগল কেনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যখন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান (ইফাত) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন। এরপর মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ এবং দুর্নীতির অভিযোগ সামনে আসে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

এ সময় আদালতে উপস্থিত সরকারি পক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ছাগল-কাণ্ডের প্রসঙ্গ তুলতে গিয়ে প্রশ্ন করেন, "মতিউর সাহেব, সেই ছাগলটি কোথায়?" এরপর তিনি দাবি করেন, মতিউর রহমানকে শেখ হাসিনা সরকারের একজন গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে এনবিআরে পদায়ন করা হয়েছিল।

এছাড়া, মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগও রয়েছে। পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়, তার বাসায় একটি শটগান পাওয়া গেছে, যার লাইসেন্সের মেয়াদ ২০২১ সালে শেষ হয়ে যায়। পিপি জানায়, অস্ত্রের ২৫টি গুলির মধ্যে একটি গুলি হিসাবের বাইরে ছিল, এবং এজন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

মতিউরের আইনজীবী ওয়াহিদুজ্জামান জানান, অস্ত্রের লাইসেন্স নবায়ন না করায় এটি বৈধ অস্ত্র হিসেবে গণ্য হতে পারে না। তিনি আরও দাবি করেন, মতিউর শটগান কেনার পর একটি গুলি 'মিস ফায়ার' করেছিলেন।

এবং আদালত পরবর্তী শুনানির জন্য তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে