ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

নির্বাচন ভবনে জরুরি গোয়েন্দা প্রতিবেদন: কেন দরকার কর্মকর্তাদের তথ্য?

২০২৫ জানুয়ারি ০৮ ১১:৫০:২৬
নির্বাচন ভবনে জরুরি গোয়েন্দা প্রতিবেদন: কেন দরকার কর্মকর্তাদের তথ্য?

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী ভবনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে। তাদের তথ্য সংগ্রহের উদ্দেশ্য হিসেবে নির্বাচন ভবনকে ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) তালিকাভুক্ত করা হয়েছে।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) ইসির সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা শাখা-১) মোহাম্মদ শাহীনুর রহমান এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন। ওই আদেশে বলা হয়, নির্বাচন ভবনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের তথ্য একবার করে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) বা পুলিশের বিশেষ শাখা (এসবি) কর্তৃক জরুরি ভিত্তিতে ভেটিং সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে, ২০২৪ সালের ২৮ আগস্ট অনুষ্ঠিত জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী স্পর্শকাতর এলাকা হিসেবে নির্বাচন ভবনের কর্মকর্তাদের তথ্য নিয়মিত যাচাই করার সুপারিশ করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

অফিস আদেশে আরো বলা হয়, নির্বাচন ভবনে কর্মরত সকল কর্মকর্তার তথ্য ১২ জানুয়ারির মধ্যে একটি নির্দিষ্ট ছকে পূরণ করে জনবল ব্যবস্থাপনা শাখায় পাঠাতে হবে।

এটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন ভবনের নিরাপত্তা বৃদ্ধি করবে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে