ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
Sharenews24

এককোটি ৯০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

২০২৪ ডিসেম্বর ৩১ ০৯:২৪:২৩
এককোটি ৯০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানে ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকার স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক কোটি ৯০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এতে সরকারের মোট ব্যয় হবে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই তেল আমদানি করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ কোটি লিটার ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ৭,০১,৯০,০০০ লিটার, ইস্যুকৃত এনওএ-এর পরিমান ৫৫,০০,০০০ লিটার এবং স্থানীয়ভাবে ১,১০,০০,০০০ লিটার সাবিন তেল ক্রয়ের প্রস্তাব করা হয়েছে। যা সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মোট চাহিদার প্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবি'র ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবি'র পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে ২,২০,০০,০০০ লিটার সয়াবিন তেল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় প্রতিষ্ঠান সুপার অয়েল রিফাইনারি লিমিটেড ২ লিটার পেট বোতলে ১,১০,০০.০০০ লিটার সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ১৭১.৯৫ টাকা উল্লেখ করে। প্রতি লিটার সয়াবিন তেলের প্রাক্কলিত দাপ্তরিক দাম ১৭২.৫৫ টাকা।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে