ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

চেচনিয়ায় নারী-পুরুষের জন্য পৃথক ফার্মেসি চালু

২০২৪ ডিসেম্বর ১৬ ১১:১০:০৫
চেচনিয়ায় নারী-পুরুষের জন্য পৃথক ফার্মেসি চালু

আন্তর্জাতিক ডেস্ক : চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে নারী ও পুরুষের জন্য পৃথক সেবা প্রদানকারী প্রথম ফার্মেসি চালু করা হয়েছে। শনিবার রাশিয়ার মুসলিম-প্রধান প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ এই ফার্মেসির উদ্বোধন করেন।

কাদিরভ চেচনিয়ার স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে নতুন উদ্বোধন হওয়া দারবা ফার্মেসি পরিদর্শন করেন।

তিনি বলেন, "আমি যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। এই ফার্মেসিটি সকল আইনি শর্ত পূরণ করেছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীতে সজ্জিত এবং জনগণকে উচ্চমানের ওষুধ সরবরাহ করার সক্ষমতা রাখে।"

কাদিরভ আরও জানান, "গ্রোজনিতে দারবা নেটওয়ার্কের আওতায় শিগগিরই আরও ১৫টি ফার্মেসি চালু করার পরিকল্পনা রয়েছে।"

শনিবার এক বক্তব্যে চেচনিয়া নেতা 'অনুপযুক্ত আচরণ' প্রচার করে এমন এবং বিজ্ঞাপনে দেহের অংশ প্রদর্শনকারী বিউটি স্যালনগুলো বন্ধের আহ্বান জানান। তিনি এসব প্রতিষ্ঠানে পরিচালিত প্রসাধনমূলক প্রক্রিয়া থেকে উদ্ভূত স্বাস্থ্য সমস্যাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে