ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটনের এস এম মাহবুবুল আলম

২০২৪ ডিসেম্বর ১৪ ২২:০০:৪৯
‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটনের এস এম মাহবুবুল আলম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৪ এ তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।

এই পুরস্কারটি প্রদান করা হয়েছে তার বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অসামান্য অবদানের জন্য।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশের সি-স্যুট অ্যাওয়ার্ডসে অধ্যাপক ড. ইশতিয়াক মাহমুদ এস এম মাহবুবুল আলমের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

পুরস্কার প্রাপ্তির পর এস এম মাহবুবুল আলম জানান, “এই পুরস্কার সবসময় আনন্দের। এটি দেশের ব্যবসায়িক খাতের অন্যতম শীর্ষ পুরস্কার, এবং আমি ওয়ালটন পরিবারের সকল সদস্যদের ধন্যবাদ জানাই, যাদের অদম্য পরিশ্রমের ফলেই আমাদের সাফল্য সৃষ্টি হয়েছে।”

তিনি তরুণ প্রজন্মকে পরিশ্রমের গুরুত্ব বোঝাতে বলেন, “সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। চ্যালেঞ্জ ও বাধাবিঘ্ন আসবে, কিন্তু আমাদের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।”

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ২০২২ সাল থেকে দেশের বিভিন্ন ব্যবসা খাতের শীর্ষ ব্যক্তিত্বদের অবদান স্বীকৃতি দিতে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস প্রদান করছে। চলতি বছর ২৪টি বিভাগে ৮৭টি মনোনয়ন জমা পড়েছিল, যার মধ্যে ২২ জন শীর্ষ ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানের আগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ৮ম লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক বিজনেস লিডার, বিশেষজ্ঞ এবং পেশাদার ব্যক্তিরা অংশ নেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম উদ্বোধনী বক্তৃতা দেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে