ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৩৬ দিনে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লব হয় না: রুমিন ফারহানা

২০২৫ এপ্রিল ২২ ১৯:১৪:৪৬
৩৬ দিনে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লব হয় না: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা যুদ্ধ ৩৬ দিন কিংবা এক মাসে হয় না। বছরের পর বছর, যুগের পর যুগ লাগে—মানুষের আত্মত্যাগ, রক্ত, লড়াই আর সংগ্রামের মাধ্যমেই আসে প্রকৃত পরিবর্তন।”

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা ভাবেন অল্প কিছু দিনের আন্দোলনে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা গেছে, তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার চলে যাওয়া হলো বিএনপির ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। গণবিস্ফোরণের মুখেই তিনি পালিয়ে গেছেন।”

আওয়ামী লীগের বিচার নিয়ে রুমিন ফারহানা বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ যে পাপ করেছে, তার বিচার আগামী ১০০ বছরেও চলবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়েনি, আগামীতেও এক চুল মাটি ছাড়বে না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে