ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য

২০২৪ ডিসেম্বর ০৪ ০৯:৩২:০১
বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে বলে দাবি করে যুক্তরাজ্য তার নাগরিকদের সতর্ক করেছে। ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন আজ (৩ ডিসেম্বর) তার ভ্রমণ পরামর্শে জানিয়েছে, 'সন্ত্রাসীরা বাংলাদেশে হামলা চালানোর চেষ্টা করতে পারে।'

যুক্তরাজ্য দাবি করেছে, 'নির্বিচারে যে কোনো জায়গায় সন্ত্রাসী হামলা হতে পারে। বিশেষ করে বিদেশি নাগরিকদের ভ্রমণের স্থানগুলোতে, যেমন: জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সমাবেশে।'

বলা হয়েছে, 'এর আগেও কিছু সন্ত্রাসী গোষ্ঠী এমন লোকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাদের তারা ইসলামবিরোধী দৃষ্টিভঙ্গি ও জীবনধারাসংশ্লিষ্ট বলে মনে করে।'

যুক্তরাজ্য আরও দাবি করেছে, 'মাঝেমধ্যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বড় শহরগুলোতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করেও হামলা করা হয়েছে।'

পরিকল্পিত হামলা নস্যাৎ করতে বাংলাদেশ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে- উল্লেখ করে এতে বলা হয়, 'সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।'

ভ্রমণ পরামর্শে জানানো হয়েছে, 'আপনাদের চারপাশ সম্পর্কে সজাগ থাকতে হবে, বিশেষ করে পুলিশ ভবন ও এর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় জমায়েত এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকা অন্যান্য স্থানগুলো এড়িয়ে চলুন। স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলুন।'

রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যুক্তরাজ্য বলেছে, 'জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়েছে, যাতে বহু মানুষ হতাহত হয়েছে।'

বলা হয়েছে, 'পরিস্থিতি এখনও অস্থিতিশীল। রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে। বিক্ষোভ ও হরতালের সময় দেশজুড়ে শহর ও নগরে অগ্নিসংযোগ, সহিংসতা ও ভাঙচুর হতে পারে, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সম্পত্তি ও গণপরিবহনে হামলা হতে পারে।'

পুলিশ স্টেশনের কথা উল্লেখ করে যুক্তরাজ্য বলেছে, পুলিশের কর্মকাণ্ডের ওপর সাম্প্রতিক অস্থিরতা প্রভাব ফেলেছে।

এতে আরও বলা হয়, 'দেশের কয়েকটি থানার ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ থানা আবার খুলেছে, তবে সব পুলিশ অফিসার কাজে ফিরে আসেননি।'

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে